সোনারগাঁয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি,থানায় জিডি
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ২৫ জুন, ২০২৫
-
১৫
বার পড়া হয়েছে

- মোঃ মোক্তার হোসাইন-নারায়ণগঞ্জ প্রতিনিধি সোনারগাঁয়ে জামিনে বের হয়ে অস্ত্রধারী বিএনপি নেতা শাহাজাহান ভূইয়া মামলার বাদী সোহরাব হোসেন ভূইয়াকে প্রাণনাসের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ভুক্তভোগী এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শোহরাব ভূইয়া বলেন,সাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূইয়া চাঁদার দাবিতে বন্দুক নিয়ে আমাদের ওপর হামলার ঘটনায় মামলা হলে সে গ্রেফতার হয়।পরবর্তীতে সে জামিনে বের হয়ে চাঁদাবাজি মামলা তুলে নিতে আমাকে প্রাণনাসের হুমকি দেয়।তিনি আরো জানান এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করি।আমরা এখন জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছি।অস্ত্রধারী সন্ত্রাসী শাহাজাহান ভূইয়ার হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।
উল্লেখ্য যে গত ২২ জুন সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রকাশ্যে বন্দুক নিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে প্রবাসী সোহরাব হোসেন ভূইয়াকে গুলি চালিয়ে হত্যার হুমকি দেয় ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজাহান ভূইয়া। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ায় ওই দিন রাতেই সোনারগাঁ থানা পুলিশ শাহাজাহান ভূইয়াকে গ্রেফতার করে চাঁদাবাজি মামলায় আদালতে প্রেরণ করে।সোনারগাঁয়ে চাঁদাবাজি মামলা তুলে নিতে বাদীকে হুমকি,থানায় জিডি
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন