মোঃ মোক্তার হোসাইন-নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিম সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদি বাজারে জনসংযোগ ও লিফলেট বিতরন করেন।
লিফলেট বিতরনের পূর্বে অধ্যাপক রেজাউল করিম বিষ্ণাদি বাজারে বড় মসজিদে জুম্মা নামাজ আদায় করেন। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফলতা প্রত্যাশায় ও দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়। পরে তিনি ৩১ দফা বাস্তবায়নে এলাকার সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এসময় বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নূর-এ-ইয়াছিন নোবেল, বিএনপি নেতা খোরশেদ আলম,দুলু,গোলাম হায়দার রনি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।