1. live@www.voiceofsonargaonnews.com : ভয়েস অব সোনারগাঁ : ভয়েস অব সোনারগাঁ
  2. info@www.voiceofsonargaonnews.com : ভয়েস অব সোনারগাঁ :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট মুক্ত দেশ-অধ্যাপক রেজাউল করিম বন্দরে আপন ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ নতুন সীমানা সমীকরনে নারায়ণগঞ্জের ৩টি আসনে আসছে বড় পরিবর্তন সোনারগাঁয়ে ‍‍`বালিশ চাঁপা‍‍` দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ সোনারগাঁয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ের ছিনতাই ডাকাতদের উৎপাতে জনজীবন বিপর্যস্ত. ব্যর্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোনারগাঁয়ের ক্যাপিটালে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা অনুষ্ঠিত সোনারগাঁয়ে অবৈধ নসিমনের কালো ধোঁয়ায়, পরিবেশ ও স্বাস্থ্য ঝুকিতে সোনারগাঁ বাসি সোনারগাঁয়ে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ

সোনারগাঁয়ে যত্রতত্র ড্রেজার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কওজনপথ.ভোগান্তিতে জনতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ সানী সোনারগাঁ প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার পর্যন্ত ব্যস্ততম সড়কটি এখন অবৈধ ড্রেজার সংযোগে ক্ষতবিক্ষত। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এই গুরুত্বপূর্ণ রাস্তাটির মাত্র এক কিলোমিটার অংশেই একাধিক স্থানে কেটে বসানো হয়েছে বালুবাহী ড্রেজার পাইপলাইন, যার সবই আইনবহির্ভূত। সরকারি দপ্তরের সামনেই অবৈধ পাইপলাইন! তথ্য অনুযায়ী, নিম্নোক্ত তিনটি স্থানে অবৈধভাবে সড়ক কেটে পাইপ বসানো হয়েছে: ১. সোনারগাঁ থানার সামনে, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনেই বসানো হয়েছে পাইপলাইন। ২. হাতকোপা এলাকায়, রাস্তার নিচ দিয়ে চালানো হয়েছে আরেকটি সংযোগ। ৩. পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন, বসানো হয়েছে বৃহৎ পাইপলাইন। এসব পাইপলাইন স্থানীয়দের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে। রোগীবাহী অ্যাম্বুলেন্স, স্কুলগামী শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি কর্মচারীদের যাতায়াতে দেখা দিয়েছে দুর্ভোগ। এই সড়কের দুই পাশে রয়েছে— সোনারগাঁ থানা, উপজেলা পরিষদ, এসিল্যান্ড অফিস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পল্লী বিদ্যুৎ অফিস, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সাব-রেজিস্ট্রি অফিস, স্থানীয় আদালত, ব্যাংকসহ বিভিন্ন দপ্তর, কিছুদিন পূর্বে নিম্নমানের রাস্তার কাজ নিয়ে ক্ষোভ রমজান মাসে শুরু হওয়া সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করার তাড়ায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, কাজের তদারকি না থাকায় ঠিকাদার দায়িত্বহীন আচরণ করছেন, সওজ কর্তৃপক্ষও কোনো মন্তব্য করছে না। আইনের দৃষ্টিতে এই কাজ অপরাধ দণ্ডবিধি ১৮৬০: ধারা ৪২৭: সরকারি সম্পত্তির ক্ষতি করলে সর্বোচ্চ ২ বছর জেল। ধারা ৪৩০: জনসাধারণের ব্যবহারযোগ্য রাস্তা ক্ষতিগ্রস্ত করলে সর্বোচ্চ ৫ বছর জেল। ভূমি ব্যবহার ও সংরক্ষণ আইন, ২০০১: সরকারি জমিতে অবৈধ কাজ করলে ২ বছর জেল বা মোটা অংকের জরিমানা। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০): পরিবেশ ক্ষতিতে ৫ লাখ টাকা জরিমানা বা জেল। সওজ নীতিমালা: অনুমতি ছাড়া রাস্তা কাটা সম্পূর্ণ অবৈধ। উচ্ছেদ ও ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। প্রশাসনের নীরবতা—প্রশ্ন জনমনে এই সড়ক কাটা হয়েছে যেখানে-সেখানে, এমনকি সরকারি অফিস ও থানা সংলগ্ন এলাকাতেও। তবুও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এলাকাবাসীর প্রশ্ন—এটি কি প্রশাসনিক ব্যর্থতা, না কি কোনো প্রভাবশালী মহলের চাপ? সংশ্লিষ্টদের বক্তব্য এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “সড়কে পাইপ বসানো সংক্রান্ত বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তথ্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানকে মুঠোফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ কে মুঠো ফোনে কল করলে তা রিসিভ হয় নি। এ বিষয়ে সওজের নারায়ণগঞ্জের দায়িত্ব প্রাপ্ত শাহরিয়ারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে, তিনি ফোনটি রিসিভ করেন নি। জনগণের দাবিঃ অবৈধ পাইপলাইন অপসারণ, রাস্তা কাটা ও নিম্নমানের কাজের তদন্ত, সওজ ও ঠিকাদার প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিতকরণ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের জোরালো পদক্ষেপ গ্রহণ এই মুহূর্তে জনগণের অন্যতম প্রধান দাবি— প্রশাসন যেন আইনের প্রয়োগে অনমনীয় ও স্বচ্ছ থাকে। নয়তো এই ধরনের কর্মকাণ্ড আরও বিস্তৃত হয়ে জনজীবনকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট