মোঃ মোক্তার হোসাইন-নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁর থানার সেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক মোঃ বিল্লাল হোসেন ইন্তেকাল করেছেন।
তিনি বিগত ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন মামলা হামলার শিকার হয়ে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন।
বিল্লাল হোসেন বিএনপির রাজপথের লড়াকু সৈনিকও সোনারগাঁ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ছিলেন।
বিল্লাল হোসেন দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন।
বাংলাদেশ কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ বিন আহমেদ বকুল অসুস্থ বিল্লালের বিভিন্ন সময় তার শারীরিক খোজ খবর নিতেন।
এ সময় অধ্যাপক ইমতিয়াজ বিন আহমেদ বকুল কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহসভাপতি. অসুস্থ বিল্লালের হোসেনের চিকিৎসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে আসছিলেন।
শুক্রবার দুপুরে ঢাকা মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অধ্যাপক ইমতিয়াজ বিন আহমেদ বকুল মোঃ বিল্লাল হোসেনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।