মোঃ মোক্তার হোসাইন- নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় গতকাল সোমবার রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে কলাগাছ ও বাঁশ ফেলে পথচারীদের গতিরোধ করে দেশীয় অস্ত্রে সজ্জিত ৬-৭ জনের একটি ডাকাতদল এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৯টার দিকে বটতলা বাজারসংলগ্ন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লেয়ার ফার্মস (প্রস্তাবিত) গেটের সামনে ঘটনাটি ঘটে। ডাকাতদল প্রথমে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ করে দেয়। পরে ফল ব্যবসায়ী আবুল হোসেনের কাছ থেকে ২০ হাজার টাকা, আরও দুই ব্যবসায়ীর কাছ থেকে ৪ হাজার ও ৫ হাজার টাকা এবং দুই অটোরিকশাচালকের সারাদিনের উপার্জন ও মোবাইল লুটে নেয়।
পরে লোকজন জড়ো হতে দেখলে ডাকাতরা পাশের কাশবনে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তাটি শম্ভুপুরা, পিরোজপুর, মোগরাপাড়া এবং গজারিয়া উপজেলার বলাকীচর এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতের প্রধান সড়ক। অথচ এই রাস্তায় একযুগ আগে নির্মিত পুলিশ ফাঁড়িটি এখন তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। নেই কোনো পুলিশি তৎপরতা। ফলে সড়কজুড়ে নৈরাজ্য সৃষ্টি হয়েছে।
ডাকাতির ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল আজিজ ও খোরশেদ ফরাজী মেম্বার দুঃখ প্রকাশ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সোনারগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকাতির খবর পেয়ে আমরা তথ্য যাচাই করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি সংঘবদ্ধ ডাকাতচক্রের কাজ। পুলিশ মাঠে কাজ করছে, টহলও জোরদার করা হবে।”
স্থানীয়দের দাবি, পুলিশ ফাঁড়িটি অবিলম্বে চালু করে সেখানে নিয়মিত পুলিশ মোতায়েন করতে হবে। না হলে আরও বড় ধরণের নিরাপত্তা সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।